
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
গণপরিবহন ও পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে আনন্দের ঈদ জাতির জন্য ভয়াবহ দুঃসংবাদ ডেকে আনবে। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
রোববার দুপুরে এক বিবৃতিতে তিনি আরও বলেন, পশুর হাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত। অধিকাংশ ক্রেতা ও বিক্রেতার মুখে মাস্ক নেই। লঞ্চ, বাস ও অন্যান্য যানবাহনে গাদাগাদি করে ছুটছেন মানুষ। এ অবস্থায় করোনা সংক্রমণ আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা জানান জি এম কাদের।
এনএনআর/



Leave a reply