Site icon Jamuna Television

আইইবি ও ম্যাক্স গ্রুপের অক্সিজেন সাপোর্ট সেন্টার উদ্বোধন

রোববার আইইবি’র কাউন্সিল হলে বিনামূল্যে অক্সিজেন সিলেন্ডার সার্পোট সেন্টার সরবরাহের কার্যক্রম উদ্বোধন করা হয়।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ও ম্যাক্স গ্রুপের অক্সিজেন সাপোর্ট সেন্টার উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ জুলাই) আইইবি’র কাউন্সিল হলে বিনামূল্যে অক্সিজেন সিলেন্ডার সার্পোট সেন্টার সরবরাহের কার্যক্রম উদ্বোধন হয়।

সকালে আইইবি’র কাউন্সিল হলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ। অনুষ্ঠানে তিনি বলেন, শুধু সরকারের ওপর দায়িত্ব না দিয়ে দেশের সকল জনগণ ঐক্যবদ্ধভাবে এই মহামারির সময় এগিয়ে আসলেই দ্রুত এই মহামারি রোধ করা সম্ভব। তিনি আরও বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশের তুলনায় আমাদের দেশে করোনা পরিস্থিতি অনেক ভালো রয়েছে। এটা শুধু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের জন্য।

অক্সিজেন সাপোর্ট সেন্টার থেকে করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে।

Exit mobile version