Site icon Jamuna Television

মোশাররফ করিমের বিরুদ্ধে মানহানি মামলা

মোশাররফ করিমের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে। ছবি: সংগৃৃহীত।

আইনজীবীদের হেয় প্রতিপন্ন করার অভিযোগে অভিনেতা মোশাররফ করিমের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। রোববার (১৮ জুলাই) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলি আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলাটি দায়ের করেন কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মো. রফিকুল ইসলাম হোসাইনী।

মামলার অভিযোগে বলা হয়েছে, মোশাররফ করিম অভিনীত ‘হাই প্রেসার-২’ নাটকে উকিলদের হেয় প্রতিপন্ন করা হয়েছে। মামলায় আরও বিবাদী করা হয়েছে, অভিনেতা জামিল আহম্মেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টিভি কর্তৃপক্ষকে।

বাদীপক্ষের শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়েছেন। তদন্ত সাপেক্ষে আগামী ১৮ আগস্ট রিপোর্ট দাখিলের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ।

মামলার আইনজীবী এডভোকেট আসিফ রাব্বি বলেন, নাটকের বিভিন্ন চরিত্রে কলাকুশলী, আইন পেশা, আইন অঙ্গন, বিচার ব্যবস্থার বিভিন্ন দিককে অসম্মানজনকভাবে উপস্থাপন করায় মামলাটি দায়ের করা হয়েছে।

২০১৮ সালের ২৬ জুন বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল পেজে ‘হাই প্রেসার-২’ নাটকটি প্রকাশিত হয়। প্রকাশের পর থেকে এ পর্যন্ত নাটকটি দেখেছেন ১কোটি ৮৩ লাখের বেশি দর্শক।

Exit mobile version