Site icon Jamuna Television

আর্জেন্টিনার কোপা আমেরিকা জয় উদযাপিত হল চীনে

চীনের সাংহাইতে উদযাপিত হলো আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা জয় উদযাপিত হলো চীনে। জমকালো আলোকসজ্জা ও লাইট শো দিয়ে আর্জেন্টিনার কোপা জয় ও লিওনেল মেসিকে অভিবাদন জানিয়েছে চীন।

চীনের সাংহাইয়ের এক্সপো এক্সিসে হয় এই লাইট শো। সেখানে বিশাল বাণিজ্যিক ভবনের দেয়ালগুলো রাঙানো হয় আর্জেন্টিনার পতাকার রঙে। এই উৎসবের মধ্যমণি ছিলেন লিওনেল মেসি। তার একটি ছবি ভবনের দেয়ালে ভেসে ওঠে। সেই সাথে মেসিকে জয়ের অভিনন্দন প্রকাশের উল্লাসে মেতে ওঠে সব দর্শক।

মেসির জন্য উন্মাদনা মানে না কোনো সীমা ও সীমানা। মারাকানাজোর পর অতিবাহিত হয়েছে এক সপ্তাহ। তারপরেও মেসি ও আর্জেন্টিনাকে ঘিরে চলছে উৎসব। চীনের আয়োজিত এই লাইট শো দেখতে উপস্থিত প্রায় দশ হাজার মানুষ ছিল এরই একটা জ্বলজ্বলে নিদর্শন।

Exit mobile version