Site icon Jamuna Television

টিকটকে পাকিস্তানের প্রেসিডেন্ট

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। ছবি: ডন

টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার (১৬ জুলাই) প্রেসিডেন্ট আলভি টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন। প্রেসিডেন্টের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানানো হয়। সেখানে টিকটক অ্যাকাউন্টের লিংক শেয়ার করে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট এখন টিকটকে।

পাকিস্তান প্রেসিডেন্টের এমন উদ্যোগে কেউ কেউ সাধুবাদ জানিয়েছে আবার কেউ কেউ এটা নিয়ে ঠাট্টা করেছে।

প্রেসিডেন্টের মুখপাত্র বলছেন, তরুণদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে তিনি টুইটারে যুক্ত হয়েছেন। তার (প্রেসিডেন্ট) টিকটক অ্যাকাউন্ট থেকে গঠনমূলক ভিডিও শেয়ার করা হবে।

উল্লেখ্য, পাকিস্তানে প্রথমবার টিকটক নিষিদ্ধ ঘোষণা করা হয় ২০২০ সালের অক্টোবরে। তখন নিষেধাজ্ঞা কয়েক দিন ছিলো। এরপর এবছরের মার্চ মাসে পেশোয়ার হাইকোর্টের রায়ের পর পাকিস্তানে আবার নিষিদ্ধ করা হয় টিকটক।

পরে শর্তসাপেক্ষে পাকিস্তানে টিকটক চালুর অনুমতি দেয়া হয়। যারা অশ্লীল ও অনৈতিক পোস্ট দেয় তাদের সব অ্যাকাউন্ট বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে টিকটক এই অনুমতি পায় সেদেশে।

Exit mobile version