Site icon Jamuna Television

কাল আসছে মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা

যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ৩০ লাখ ডোজ টিকা সোমবার (১৯ জুলাই) বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। ছবি: সংগৃহীত

শনিবার রাতে দুই দফায় চীনের সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকার পর কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ৩০ লাখ ডোজ টিকা সোমবার (১৯ জুলাই) বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। মডার্নার ৩০ লাখ টিকা বাংলাদেশে আসার খবর জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। নিজের ফেসবুক পেইজে মন্ত্রী জানান, ওই টিকা শিপমেন্টের জন্য প্রস্তুত রয়েছে।

এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে চুক্তি অনুযায়ী ভারতে উৎপাদিত টিকা বাংলাদেশকে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। রোববার সকালে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে তিনি একথা জানান। হাইকমিশনার বলেন, খুব শিগগিরই কীভাবে টিকা দেয়া যায় সেই চেষ্টাই চলছে।

সরকারের ক্রয় চুক্তি মোতাবেক দ্বিতীয় চালানে আসা সিনোফার্মের ২০ লাখ টিকা উপজেলা পর্যায়ে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (ইপিআই) শামসুল হক।

Exit mobile version