Site icon Jamuna Television

আগামী বছর মার্চেই ডাকসু নির্বাচন !

এবছর মে মাসের মধ্যে ডাকসু নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করতে হল প্রাধ্যক্ষদের নির্দেশ দিয়েছে ঢাবি প্রশাসন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালতিনি জানিয়েছেন, আগামী বছরের ৩০ মার্চের মধ্যেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে

মাকসুদ কামাল বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে ডাকসু নির্বাচন না হওয়ায় একটি জট লেগে আছে। এটা নিরসনের চেষ্টা চলছে। জানান, আজকের সিন্ডিকেট সভায়ও এ বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সব হলের প্রাধ্যক্ষদের চলতি বছরের ৩০ মে’র মধ্যে ভোটার তালিকা হালনাগাদের নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য যে, চলতি বছর জানুয়ারিতে ৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচন সম্পন্ন করতে নির্দেশনা দেন হাইকোর্ট।

 

যমুনা অনলাইন : এমআই/আরএম

Exit mobile version