Site icon Jamuna Television

বিশ্বে করোনায় মোট প্রাণহানি ৪১ লাখ ছাড়ালো

বিশ্বে করোনায় মোট প্রাণহানি ৪১ লাখ ছাড়ালো

ছবি: সংগৃহীত

বিশ্বে করোনাভাইরাসের প্রকোপে ৪১ লাখ ছাড়ালো মোট প্রাণহানি। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করলেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ।

স্বস্তির বিষয় হলো গেলো নয় মাসের মধ্যে এটাই সর্বনিম্ন দৈনিক মৃত্যুর ঘটনা। শেষবার ২০২০ সালের অক্টোবরে দিনে এতো কম মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হতো সারাবিশ্বে।

রোববারও প্রাণহানির শীর্ষে ছিলো ইন্দোনেশিয়া। দেশটিতে ১১শ’র মতো মানুষ মারা গেছেন এদিন; শনাক্ত হয়েছে সাড়ে ৪৪ হাজারের বেশি নতুন সংক্রমণ। পরের অবস্থানেই রয়েছে ব্রাজিল। লাতিন দেশটিতে ৯৩৯ জন মারা গেছেন করোনায়। এদিন রাশিয়ায় ৭৬৪, ভারতে ৫০১, কলম্বিয়া ৪৭৬ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে।

এদিকে মহামারির পুরো দেড় বছরে দিনে দ্বিতীয় সর্বনিম্ন মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। গেলো বছর ফেব্রুয়ারির পর রোববার ৩১ জনের প্রাণহানি লিপিবদ্ধ করে দেশটি। বিশ্বে মোট শনাক্ত ১৯ কোটি ১১ লাখের ওপর।

এনএনআর/

Exit mobile version