Site icon Jamuna Television

শেষ যাত্রায় শ্রীদেবী, শ্রদ্ধা জানাতে অনুরাগীদের ভিড়

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে হাজির হয়েছেন অসংখ্য অনুরাগী। লম্বা লাইন পড়ে গেছে ভক্তদের। সকাল সাড়ে নটা থেকে লোখান্ডওালার সেলিব্রেশন স্পোটস কমপ্লেক্সে শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাচ্ছনে তাঁর ভক্ত ও অনুসারীরা। শ্রদ্ধা জানানোর জন্য এখানে রাখা হবে সাড়ে বারোটা পর্যন্ত। সকাল ১০টায় শুরু হয় প্রার্থনা সঙ্গীত।

ইতিমধ্যেই শেষ শ্রদ্ধা জানিয়েছেন করণ জোহর, আরবাজ খান, ফারহা খান, সোনম কাপুররা।

এর আগে মঙ্গলবার রাতে মৃত্যুর বাহাত্তর ঘণ্টা পরে মুম্বইয়ে নিয়ে আসা হয় শ্রীদেবীর দেহ। বিমানবন্দর থেকে দেহ নিয়ে ‌যাওয়া হয় লেখান্ডওয়ালায় তাঁর বাংলোয়।

বিকাল সাড়ে তিনটে নাগাদ শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে ভিলে পার্লের সেবা সমাজ ক্রিমেটোরিয়ামে।

Exit mobile version