Site icon Jamuna Television

পেগাসাস কেলেঙ্কারি: বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ফোনে আড়িপাতার ঘটনা ফাঁস

পেগাসাস কেলেঙ্কারি: বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ফোনে আড়িপাতার ঘটনা ফাঁস

ছবি: প্রতীকী

বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনে নজরদারির ঘটনা নিয়ে চলছে তোলপাড়। ইসরায়েলের তৈরি হ্যাকিং সফটঅয়্যার ‘পেগাসাস’ ব্যবহার করে বেশকিছু দেশের সরকার নজরদারি চালাচ্ছিলো বলে অভিযোগ উঠেছে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র ফাঁস করেছে এই হ্যাকিংয়ের ঘটনা। তাদের দাবি, গোপন ডাটাবেইজে মিলেছে ৫০ হাজার গ্রাহকের নম্বর। যার মধ্যে রয়েছেন ভারতের কমপক্ষে ৩০০ রাজনীতিক, সাংবাদিক, অধিকারকর্মী, বিজ্ঞানীর নাম।

প্রথমবার গোপনে নজরদারির বিষয়টি জানতে পারে প্যারিসভিত্তিক সংস্থা- ফরবিডেন স্টোরিজ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পরে গণমাধ্যমগুলোর সাথে চালায় যৌথ তদন্ত।

ইসরায়েলি প্রতিষ্ঠান ‘এনএসও’ (NSO) তৈরি করেছে পেগাসাস নামের ঐ ম্যালঅয়্যার। যা আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর ম্যাসেজ, ছবি, ইমেইল পাচারে সক্ষম। একইসাথে কল রেকর্ড এবং গোপনে মাইক্রোফোনও চালু রাখতে পারে।

এনএনআর/

Exit mobile version