Site icon Jamuna Television

আফগানিস্তান পরিস্থিতি: দোহায় তালেবানের সাথে আফগান সরকারের আলোচনা

আফগানিস্তান পরিস্থিতি: দোহায় তালেবানের সাথে আফগান সরকারের আলোচনা

ছবি: সংগৃহীত

আফগানিস্তান সংকটের রাজনৈতিক সমাধান চায় তালেবান। এ লক্ষ্যে আবারও আফগান সরকার এবং সমঝোতাকারী পক্ষগুলোর সাথে আলোচনায় বসতে চায় সশস্ত্র গোষ্ঠীটি।

কাতারের দোহায়, আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন তালেবানের সিনিয়র হিবাতুল্লাহ আখুনজাদা। তিনি বলেন, আফগানিস্তানের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে থাকলেও শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে রাজনৈতিক সমাধানের পক্ষপাতি তালেবান। প্রয়োজনে আবারও আলোচনায় বসা হবে বলেও জানান তালেবান মুখপাত্র।

কাতার এবং আফগান সরকারের পক্ষ থেকে বলায়, সংকট সমাধানে একটি খসড়ার বিষয়েও সম্মত হয়েছে দুইপক্ষ। মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকেই খারাপ হতে আফগানিস্তান পরিস্থিতি। তালেবানের একের পর হামলায় একের পর এলাকার নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী।

এনএনআর/

Exit mobile version