Site icon Jamuna Television

মারা গেছেন বিতর্কিত ও সমালোচিত কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ড

মারা গেছেন সমালোচিত কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ড

কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ড।

মারা গেছেন বিতর্কিত ও সমালোচিত কার্টুনিস্ট কার্ট ওয়েস্টারগার্ড। দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন ৮৬ বছর বয়সি ড্যানিশ এই কার্টুনিস্ট।

মহানবী (স:) কে অবমাননা করে কার্টুন একেঁ ২০০৫ সালে বিশ্বজুড়ে বিতর্কের ঝড় তোলেন ওয়েস্টারগার্ড। জিল্যান্ড- পোস্ট্যান নামক বিতর্কিত একটি পত্রিকায় ওই কার্টুন প্রকাশিত হয়। এরপরই দেশে দেশে চলে বিক্ষোভ এবং প্রতিবাদ। বিভিন্ন দেশে অবস্থিত ডেনমার্কের দূতাবাসে চলে হামলা। সহিংসতায় প্রাণ যায় বহু মানুষের।

কার্ট ওয়েস্টারগার্ড আরেক বিতর্কিত পত্রিকা শার্লি এবদোতেও মহানবী (স:) কে অবমাননা করে কার্টুন আঁকতেন।

২০১৫ সালে ফরাসী ওই পত্রিকায় চালানো হামলায় প্রাণ যায় ১২ জনের।

এনএনআর/

Exit mobile version