Site icon Jamuna Television

মহামারি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল থাইল্যান্ড

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল থাইল্যান্ড। ছবি: রয়টার্স

মহামারি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে, উত্তাল থাইল্যান্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। আন্দোলন ছত্রভঙ্গ করতে রাবার বুলেট এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে নিরাপত্তা বাহিনী।

করোনা বিধিমালা অনুসারে, রাজধানী ব্যাংককের রাস্তায় ৫ জনের বেশি মানুষ জমায়েত হওয়া নিষিদ্ধ। সেটি অমান্য করেই রাজপথে নামে হাজারো মানুষ। শিক্ষার্থীদের পরিচালিত ‘ফ্রি ইয়ুথ’ সংগঠনের আয়োজনেই ছিলো এ আন্দোলন।

গেলো বছরের জুলাই মাসে সরকার বিরোধী বিক্ষোভের সূচনা করেছিলো এই সংগঠন। বর্তমানে তাদের অনেক নেতাই কারাদণ্ড ভোগ করছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যুবরণ করেন ১০১ জন। সংক্রমণ শনাক্ত ১১ হাজারের বেশি।

Exit mobile version