Site icon Jamuna Television

রাজধানীর হাটগুলোতে গরুর দাম বেশি

বিভিন্ন হাটে ঈদের দুই দিন আগেও প্রচুর গরু অবিক্রিত রয়ে গেছে।

রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে প্রচুর গরু থাকলেও দাম বেশি বলে পছন্দের গরুটি কিনতে পারছেন না বলে অভিযোগ ক্রেতাদের।

সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাট ঘুরে এমন চিত্র দেখা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে রাজধানীর হাটগুলোতে এসেছেন বেপারিরা। মোহাম্মদপুরের বছিলা, আফতাবনগর, গাবতলীসহ বিভিন্ন হাটে ঈদের দুই দিন আগেও প্রচুর গরু অবিক্রিত রয়ে গেছে।

তারপরও দাম ছাড়তে রাজি নয় বেপারিরা। তারা বলছেন, এ বছর পশুর দাম যেমন বেশি তেমনি খরচও বেশি। ন্যায্য দাম না পেলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। তাই দাম কম রাখার সুযোগ নেই তাদের।

আর ক্রেতাদের দাবি, বাজারে গরু সরবরাহ বেশি হলেও দাম বেশি হাঁকছেন বিক্রেতারা। আগামীকাল দাম একটু কমার আশাও করছেন তারা।

Exit mobile version