Site icon Jamuna Television

সারাদেশে সবচেয়ে বেশি মৃত্যু ঢাকায়

ঢাকায় ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৭৩ জন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩১ জন। এর মধ্যে ঢাকা বিভাগে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। ঢাকায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ১২৫ জনের। সোমবার (১৮ জুলািই) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩১ জনের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এ বিভাগে মারা গেছেন ৫৭ জন। এছাড়া রাজশাহীতে ১৬, চট্টগ্রামে ৪৩, বরিশালে ৬, সিলেটে ৮, রংপুরে ১৭ ও ময়মনসিংহ বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা শনাক্ত হয়েছেন আরও ১৩ হাজার ৩২১ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৩৫ জন।

Exit mobile version