Site icon Jamuna Television

সাংবাদিকদের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন

ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জুলাই) দুপুরে শহরের চৌরাস্তায় সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সচেতন নাগরিকবৃন্দের আহ্বায়ক মাহবুব আলম রুবেলের সভাপতিত্বে সমাবেশে জেলায় কর্মরত স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রোগীদের খাদ্য সরবরাহসহ অন্যান্য দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যাবস্থ্যা গ্রহণ করতে হবে বলে সমাবেশে বক্তারা দাবি করেন। হাসপাতালে করোনা রোগীদের জন্য আইসিইউ শয্যা, পর্যাপ্ত হাই ফ্লো ন্যাজাল ক্যানোলাসহ নিরবিচ্ছিন্ন অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা করে রোগীদের সেবা নিশ্চিত করতে হবে। সেই সাথে তারা ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি করেন।

Exit mobile version