Site icon Jamuna Television

তুরস্ক সীমান্তে ৭৩ আফগানসহ ১৩২ অভিবাসনপ্রত্যাশী আটক

তুরস্কের পূর্বাঞ্চলীয় ভ্যান প্রদেশ থেকে এই অভিবাসন প্রত্যাশীদের আটক করা হয়। সংগৃহীত ছবি।

সীমান্ত এলাকা থেকে ৭৩ আফগানসহ ১৩২ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে তুরস্ক।

তুরস্কের পূর্বাঞ্চলীয় ভ্যান প্রদেশ থেকে এই অভিবাসন প্রত্যাশীদের আটক করা হয়। গত কয়েকদিন থেকেই তালেবানের সাথে আফগান নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। এ পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে সীমান্তবর্তী দেশগুলোতে আশ্রয়ের জন্য ছুটছেন আফগানিস্তানের সাধারণ মানুষ।

বর্তমানে চার লাখের বেশি শরণার্থী তুরস্কে অবস্থান করছে, যাদের বেশির ভাগই সিরিয়ান।

এর আগে আফগান আশ্রয় প্রত্যাশীরা পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

Exit mobile version