Site icon Jamuna Television

পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা আনলো ইংল্যান্ড

সাকিব মাহমুদের বলে বাবর আজমের আউটের পর ইংলিশদের উল্লাস। ছবি: সংগৃহীত

টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৪৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। লিডসে ইংলিশদের করা ২০১ রানের জবাবে ১৫৫ রানে থামে বাবর আজমের দলের ইনিংস।

টস হেরে ব্যাট করতে নেমে ১৮ রানেই জেসন রয় ও ডেভিড মালানের উইকেট হারায় ইংল্যান্ড। ৫৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন অধিনায়ক জস বাটলার আর মঈন আলি। ১৫ বলে আগ্রাসী ৩৬ রানের ইনিংস খেলে মঈন আলি ফিরলে ভাঙে এ জুটি। এরপর বাটলারের ৫৯ রানের সাথে লিয়াম লিভিংস্টোনের ঝড়ো ৩৪ রানে ২০০ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড।

জবাবে ভালো শুরুর পরও ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশি দূর এগোনো হয়নি পাকিস্তানের। বিপজ্জনক হয়ে ওঠার আগেই বাবর আজমকে ফেরান ইংলিশ পেসার সাকিব মাহমুদ। ইনিংস সর্বোচ্চ ৩৭ রান আসে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। শাদাব খানের ৩৬ ও ইমাদ ওয়াসিমের ২০ রানে ব্যবধানটাই কেবল কমিয়েছে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫৫ রানে থামে পাকিস্তানের ইনিংস। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন সাকিব মাহমুদ। ২ টি করে উইকেট নেন আদিল রাশিদ ও মঈন আলি। এই জয়ে সিরিজে ১-১ এ সমতায় ফিরলো জস বাটলারের দল।

Exit mobile version