Site icon Jamuna Television

দেশে এলো মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা

রাত নয়টার কিছু পরে টিকা বহনকারী বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। ফিনান্সিয়াল এক্সপ্রেসের ছবি।

কোভ্যাক্সের মাধ্যমে মডার্নার ৩০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। সোমবার (১৯ জুলাই) রাত নয়টার কিছু পরে টিকা বহনকারী বিশেষ ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়।

বাংলাদেশকে মডার্নার ৫০ লাখ ডোজ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। গত ২২ জুন যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ এশিয়ার ১৮টি দেশকে নতুন করে ১ কোটি ৬০ লাখ ডোজ টিকা দেয়ার কথা ঘোষণা করে। এছাড়া বিশ্বের আরও ৩০টি দেশ ও জোটকে ১ কোটি ৪০ লাখ ডোজ টিকা দেওয়ার যে ঘোষণা যুক্তরাষ্ট্র দিয়েছে, সে তালিকায়ও বাংলাদেশের নাম রয়েছে।

যুক্তরাষ্ট্র ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত টিকাগুলো সরবরাহ করবে। তবে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেলে অ্যাস্ট্রাজেনেকার টিকাও সরবরাহ করবে বলে জানা গেছে।

Exit mobile version