Site icon Jamuna Television

অলিম্পিকে আবারও করোনা, সরে দাঁড়ালেন কোকো গউফ

করোনা শনাক্ত হওয়ায় অলিম্পিকে খেলা হলো না কোকো গউফের। ছবি: সংগৃহীত

টোকিও অলিম্পিকে আবারো আসলো করোনা আক্রান্তের খবর। অলিম্পিকে যুক্তরাষ্ট্রের টেনিস দলকে নেতৃত্ব দিচ্ছেন না টেনিস তারকা কোকো গউফ। তিনি করোনা পজেটিভ হয়েছেন।

১৭ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই টেনিস খেলোয়াড় সবশেষ উইম্বলডনেও খেলেছেন। অ্যাঞ্জেলিক কারবারের সাথে লড়াই করে বাদ পড়েছেন চতুর্থ রাউন্ডে। এবারের অলিম্পিকে দারুণ সম্ভাবনা থাকা এই টেনিস খেলোয়াড় করোনা আক্রান্তের খবরে ভেঙে পড়েছেন। করোনা আক্রান্ত হবার খবর তিনি নিজেই জানিয়েছেন টুইট বার্তায়।

সেখানে কোকো গউফ লেখেন, অলিম্পিকে যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করা ছিল আমার স্বপ্ন। কিন্তু কোভিড পজেটিভ শনাক্ত হওয়ায় তা ভেঙে গেছে। আমি আশা করি এমন সুযোগ আমি সামনেও পাবো।

Exit mobile version