Site icon Jamuna Television

ময়মনসিংহ ও কক্সবাজারে র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত ৩

র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে ৩ জন নিহত।

ময়মনসিংহ ও কক্সবাজারে র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছেন।

র‍্যাব জানায়, গতরাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে টহলে যায় র‍্যাবের একটি দল। হাটুরিয়া এলাকায় পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে একদল সন্ত্রাসী। আত্মরক্ষায় র‍্যাবও পাল্টা গুলি করে। বাকিরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ হন দু’জন। হাসপাতালে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে, কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে কলিমুল্লাহ নামে এক রোহিঙ্গা মারা গেছেন। র‍্যাবের দাবি, নিহত করিম কলিমুল্লাহ ডাকাত দলের সর্দার। ঘটনাস্থল থেকে দু’টি অস্ত্রসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

Exit mobile version