Site icon Jamuna Television

শয়তানকে পাথর মেরে আজ পশু কোরবানি করবেন হাজিরা

শয়তানকে পাথর মেরে আজ পশু কোরবানি করবেন হাজিরা

ছবি: সংগৃহীত

পবিত্র হজের নিয়ম অনুযায়ী আজ মিনায় ফিরে শয়তানের প্রতীক, আল জামারায় পাথর নিক্ষেপ করবেন হাজিরা।

সোমবার ভোর পর্যন্ত মুজদালিফা অবস্থান এবং শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। ফজরের নামাজ আদায় করে ফিরবেন মিনায়। এদিন পাথর নিক্ষেপ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন। পরে জামারাহ থেকে বেরিয়ে মাথা মুণ্ডন করবেন হাজিরা। এরপর গোসল ও সেলাই বিহীন দুই টুকরো কাপড় বদল করবেন তারা।

পরে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মসজিদুল হারামে গিয়ে কাবা শরীফ সাতবার তাওয়াফ করবেন। ১১ ও ১২ জিলহজ সেখানে অবস্থান করে শেষ করবেন হজের বাকি আনুষ্ঠানিকতা। সোমবার আরাফার ময়দানে হয় হজের খুৎবা।

এ বছর করোনার কারণে হজ করার সুযোগ পেয়েছেন সৌদিতে বসবাস করা ৬০ হাজার মুসল্লি।

এনএনআর/

Exit mobile version