Site icon Jamuna Television

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে তারকাদের ঢল

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে হাজির হয়েছেন অসংখ্য অনুরাগীদের সাথে তারকারা। সকালে সবচেয়ে আগে স্পোর্টস ক্লাবে পৌঁছে প্রযোজক-পরিচালক কর্ণ জোহর। এরপর আসেন শ্রীদেবীর দেওর সঞ্জয় কপূরও।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে লোখণ্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের রাস্তার দু’ধারে। তারপর একে একে শ্রদ্ধা জানাতে  আসেন, শাহরুখ খান, অজয় দেবগণ, সুস্মিতা সেন, মাধুরী দীক্ষিত,  হেমা মালিনী, এষা দেওল, সুস্মিতা সেন এবং সুভাষ ঘাই, আদিত্য ঠাকরে, আরবাজ খান, ফারহা খান, সোনম কপূর-সহ ইন্ডাস্ট্রির একাধিক শিল্পী ও কলাকুশলীরা।

জয়া বচ্চন, ঐশ্বরিয়া রাই

অজয় দেবগন, কাজল

টাবু

আরবাজ খান

সোনম কাপুর

তনুজা

মিস ইউনিভার্স উর্বশী

সুস্মিতা সেন

বিদ্যা বালান

Exit mobile version