Site icon Jamuna Television

রাজধানীর পশুর হাটে ঈদের আগের দিনেও ক্রেতা সংকট, ক্ষতির শঙ্কায় বিক্রেতারা

রাজধানীর পশুর হাটে ঈদের আগের দিনেও ক্রেতা সংকট, ক্ষতির শঙ্কায় বিক্রেতারা

রাজধানীর পশুর হাটে ঈদের আগের দিনেও ক্রেতা সংকট। ভয়াবহ ক্ষতির শঙ্কায় বিক্রেতারা।

আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাট ঘুরে এ চিত্র দেখা যায়। নগরের আফতাবনগর হাটে অবিক্রিত রয়েছে শত শত গরু।

বিক্রেতারা বলছেন, বড় আকারের গরুর চাহিদা এবার এমনিতেই কম। ১৫ লাখ টাকার গরু চার লাখেও বিক্রি হচ্ছে না। এদিকে সকাল থেকে বিভিন্ন হাটে নতুন পশুর আমদানিও দেখা যায়। চাহিদার তুলনায় বাজারে গরু বেশি হওয়ায় শেষ মুহূর্তে লোকসানের শঙ্কায় আছেন বেপারিরা। তবে দুপুরের পর বেচাকেনা কিছুটা বাড়বে বলে আশা করা হচ্ছে।

এনএনআর/

Exit mobile version