Site icon Jamuna Television

সৌদির সাথে মিল রেখে দিনাজপুর, চাঁদপুরসহ কয়েক জেলায় ঈদ উদযাপন

সৌদির সাথে মিল রেখে দিনাজপুর, চাঁদপুরসহ কয়েক জেলায় ঈদ উদযাপন

ছবি: সংগৃহীত

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুর, শরীয়তপুর, চাঁদপুরসহ কয়েকটি জেলায় আজ ঈদুল আযহা উদযাপন করছেন অনেকে।

মঙ্গলবার সকালে দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ে একটি কমিউনিটি সেন্টারে ঈদের নামাজ আদায় করেন দুই শতাধিক মানুষ। এছাড়া জেলার চিরিরবন্দর, বিরল, কাহারোল ও বিরামপুরে ঈদের নামাজ আদায় করেন অনেকে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

শরীয়তপুরে সুরেশ্বর দরবার শরীফে দু’টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায় করেন সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা।

এছাড়া সৌদি আরবের মিল রেখে চাঁদপুরে প্রায় অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা।

এনএনআর/

Exit mobile version