Site icon Jamuna Television

ইনস্টাগ্রামের রেকর্ডের তালিকায় মেসি

কোপা আমেরিকার শিরোপা জয়ের পর মেসির পোস্ট করা রেকর্ড সৃষ্টিকারী ছবি। ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রামে সর্বোচ্চ লাইকের রেকর্ডে মেসি আছেন এখন ৬ষ্ঠ অবস্থানে। সবার সামনে আছে একটি ডিম। সর্বোচ্চ লাইকের জায়গা দখল করে আছে ওয়ার্ল্ড রেকর্ড এগ পেজ থেকে ডিমের একটি ছবি।

কোপা আমেরিকা জয়ের পর ট্রফিসহ মেসির করা পোস্টটি এর মধ্যেই খেলাধুলা বিভাগে সবাইকে ছাড়িয়ে গেছে। অবশ্য এখানেও মেসির প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সব খেলোয়াড়কে টপকানো মেসির সামনেও আছে আরও পাঁচটি পোস্ট। এখানে বিলি এলিশের দুটি পোস্ট আছে ৪ ও ৫ এ, আমেরিকান প্রয়াত র‍্যাপার এক্স এর মৃত্যুর আগে দেয়া পোস্ট ৩ এবং আরিয়ানা গ্রান্ডের পোস্ট আছে দুইয়ে। ১ নাম্বারে আছে বিখ্যাত সেই ডিমের ছবি। সেই ছবিকে পেছনে ফেলতে হলে মেসিকে অপেক্ষা করতে হবে দীর্ঘদিন। তবে যে গতিতে এগোচ্ছেন মেসি, তাতে তালিকার আরও উপরে তিনি যেতেই পারেন কোপা আমেরিকার ট্রফিসহ ছবির সৌজন্যে।

Exit mobile version