Site icon Jamuna Television

তৃতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে ৩য় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্যে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১১ ওভারে ১ উইকেটে ৪৩ রান।

প্রথম সাত ওভারে চার বোলারকে ব্যবহার করেও সাফল্য পাচ্ছিলেন না অধিনায়ক তামিম ইকবাল। অষ্টম ওভারে ৫ম বোলার হিসেবে এসে জুটি ভাঙেন সাকিব আল হাসান। ৮ রান করা মারুমানিকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরান সাকিব।


তৃতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। একাদশে নেই মেহেদি মিরাজ ও শরিফুল ইসলাম। তাদের জায়গায় দলে ঢুকেছেন মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ে দলও নেমেছে দুই পরিবর্তন নিয়ে। একাদশে ফিরেছেন রায়ান বার্ল ও ডোনাল্ড তিরিপানো। নেই রিচার্ড নাহারাভা ও তিনাশে।

Exit mobile version