Site icon Jamuna Television

আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে রকেট হামলা

রকেট হামলার সময় নামাজ পড়ছিলেন প্রেসিডেন্ট ঘানি।

আফগানিস্তানে প্রেসিডেন্ট ভবনের কাছে বিস্ফোরিত হয়েছে অন্তত তিনটি রকেট। আজ মঙ্গলবার (২০ জুলাই) প্রেসিডেন্ট আশরাফ ঘানি জনগণের উদ্দেশ্যে ঈদ উল আযহার ভাষণ দেয়ার কিছুক্ষণ আগে এই রকেট হামলা চালানো হয়।

কর্তৃপক্ষ জানায়, প্রেসিডেন্টের প্রাসাদে কর্মকর্তাদের সাথে নামাজ আদায় করছিলেন আশরাফ ঘানি। এসময় পরপর তিনবার রকেট বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। তবে এতে হতাহত হয়নি কেউ। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষয়ক্ষতির চেয়ে আতঙ্ক তৈরিই হতে পারে হামলার উদ্দেশ্য। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ঘানি বলেন, রকেট হামলায় ভীত নন তারা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুরক্ষা দেয়ালের কারণে কোনও ক্ষয়ক্ষতি হয়নি মূল ভবনের। রাজধানী কাবুলের গ্রিন জোনে অবস্থিত প্রাসাদটি চারদিকে বিস্ফোরক প্রতিরোধী দেয়ালে ঘেরা।
প্রাসাদের বিশাল এলাকায় প্রবেশাধিকার নেই সাধারণ মানুষের।

প্রেসিডেন্ট ঘানী বলেন, বেশ কয়েকবার রকেট বিস্ফোরণের পরও কেউ কিন্তু নামাজ ছেড়ে নড়েনি। রকেট হামলা দিয়ে দেশকে দখল করা যাবে না। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য দেশের শান্তি। সেজন্য ত্যাগ স্বীকারও করেছি অনেক। তবে তালেবানদের সে ইচ্ছা নেই। তাই আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে।

Exit mobile version