Site icon Jamuna Television

ইংল্যান্ড ও পাকিস্তানের সিরিজ নির্ধারণী ম্যাচ আজ

ম্যানচেস্টারে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচে আজ লড়বে ইংল্যান্ড ও পাকিস্তান। ছবি: সংগৃহীত

সিরিজের ৩য় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। ম্যানচেষ্টারে খেলাটি শুরু হবে রাত সাড়ে ১১টায়।

প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় পাকিস্তান, পরের ম্যাচেই সমতায় ফেরে ইংল্যান্ড। আর তাই ৩য় ম্যাচটি হয়ে গেছে সিরিজ নির্ধারণী। দুর্দান্ত ফর্মে রয়েছে স্বাগতিকরা। সবশেষ ১০ টি-টোয়েন্টি সিরিজের ৮টিতেই জিতেছে তারা। ধারাবাহিকতা রাখতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই তাদের সামনে।

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর ব্যাটসম্যান ডেভিড মালানের অফফর্ম ভাবাচ্ছে ইংলিশদের। অন্যদিকে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান নিয়মিত রান পেলেও মিডল অর্ডারে বড় ইনিংস খেলতে পারেননি ফখর-হাফিজরা। এই ম্যাচে মিডল অর্ডারের কাছে রান চান অধিনায়ক বাবর।

Exit mobile version