Site icon Jamuna Television

কেউ বর্জ্য ফেলে রাখলে তার বাড়ির সামনে আরও বর্জ্য ফেলে আসা হবে: মেয়র আতিক

বর্জ্য ফেলে রাখলে তার বাড়ির সামনে আরও বর্জ্য ফেলা হবে। ছবি: সংগৃহীত

কেউ যদি কোরবানির পশুর বর্জ্য ফেলে রাখে তাহলে তার বাড়ির সামনে অধিক পরিমাণ বর্জ্য ফেলে আসবে ডিএনসিসি’র ময়লার গাড়ি।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে রাজধানীর মহাখালীতে দেশের সর্ববৃহৎ ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে বিজিএমইএ কর্তৃক করোনা রোগীদের জীবন রক্ষাকারী বাইপ্যাপ এবং হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, আসন্ন ঈদুল আজহায় স্থানীয় কাউন্সিলরসহ সকলের আন্তরিক সহযোগিতায় ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় আসন্ন ঈদুল আজহায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সর্বমোট ১১ হাজার ৫ শত ৮ জন কর্মী কোরবানির বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত থাকবে।

তিনি আরও বলেন, কোরবানি পশুর বর্জ্য অপসারণে গুলশানের নগর ভবনে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বরগুলো হলো- ০২৫৮৮১৪২২০, ০৯৬০২২২২৩৩৩ এবং ০৯৬০২২২২৩৩৪।

Exit mobile version