Site icon Jamuna Television

ঈদের নামাজে মালির প্রেসিডেন্টকে ছুরিকাঘাতের চেষ্টা

প্রেসিডেন্ট সুস্থ ও নিরাপদে আছেন। সংগৃহীত ছবি।

ঈদের নামাজ পড়ার সময় মালির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আসিমি গোইতাকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে একজন। হামলাচেষ্টার পর ওই ব্যক্তিকে আটক করেছে প্রেসিডেন্টের নিরাপত্তাকর্মীরা। মালির প্রেসিডেন্ট দফতর এমন খবর জানিয়েছে। রাজধানী বামাকোর একটি মসজিদে এই ঘটনা ঘটেছে।

পরে প্রেসিডেন্টের দফদর থেকে জানানো হয়েছে, তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন। ওই ঘটনার পর প্রেসিডেন্টকে কাটির একটি সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনাটি নিয়ে এখন তদন্ত চলছে বলে জানিয়েছে রাষ্ট্রপতির দফতর।

Exit mobile version