Site icon Jamuna Television

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন

আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি বসতঘর।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ২০ থেকে ২৫টি বসতঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যার কিছু পরে বালুখালী শরণার্থী ক্যাম্পের বি ব্লকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে কর্মরত ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বলেন, আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ জানতেও একটু সময় লাগবে।

তবে স্হানীয় একটি সূত্র বলছে, গ্যাসের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

Exit mobile version