Site icon Jamuna Television

বন্যায় বিপর্যস্ত চীনের ১২টির বেশি শহর; ঝেংঝৌতে ১২ মৃত্যু

বন্যায় বিপর্যস্ত চীনের ১২টির বেশি শহর; ঝেংঝৌতে ১২ মৃত্যু

ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীনের মধ্যাঞ্চল। দুর্যোগের কবলে ১২টির বেশি শহর। ঝেং-ঝৌ শহরে মৃত্যুসংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

হেনান প্রদেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। দুর্যোগে প্রদেশটির দেড় লাখের মতো বাসিন্দা। ১০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। টানা বৃষ্টিতে আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। তলিয়ে আছে বাড়িঘর, রাস্তাঘাট। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। বাতিল করা হয়েছে কয়েকশ’ ফ্লাইট।

তবে কত সংখ্যক মানুষ বন্যায় আটকা পড়ে আছে তা নিশ্চিত নয়। ইয়েলো ও হাইহে-সহ বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। মঙ্গলবার ঝেংঝৌতে ২৫৩ মিলিমিটার বৃষ্টিপাত পরিমাপ করা হয়। রেকর্ড সর্বোচ্চ ৪শ’ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পিংডিংশানে।

আবহাওয়া বিভাগের সতর্কতা, আরও তিনদিন চলবে বৃষ্টি।

এনএনআর/

Exit mobile version