Site icon Jamuna Television

বন্ধ হয়ে যেতে পারে টোকিও অলিম্পিক

ছবি: সংগৃহীত

শেষ মুহুর্তে বন্ধ হয়ে যেতে পারে টোকিও অলিম্পিক ২০২১। এমনটাই জানিয়েছেন অলিম্পিক প্রধান তোসিরো মুতো।

অলিম্পিকের ভাগ্য এখনো অনিশ্চিত, এ নিয়ে তোসিরো মুতো বলেন, আমরা অনুমান করতে পারছি না করোনা আক্রান্তের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা তাই পরিস্থিতি বিচার করে আবারও আলোচনা যেতে পারি।

ইতিমধ্যেই গেমস ভিলেজের কঠিন জৈব সুরক্ষা বলয় ভেদ করে ঢুকে পড়েছে করোনা। একাধিক দেশের অ্যাথলেট ইতোমধ্যেই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই অলিম্পিক বাতিল করে দেয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। কোভিড আক্রান্ত জাপানের অগণিত সাধারণ মানুষও এই সময় অলিম্পিক চাইছেন না। বিতর্কের মধ্যে আদৌ অলিম্পিক মশাল জ্বলবে কিনা, সেটিই এখন দেখার বিষয়।

Exit mobile version