Site icon Jamuna Television

১৯ বার গিনেস বুকে যে বাংলাদেশি

একে একে ১৯ বার গিনেস বুকে জায়গা করে নিয়েছেন কনক কর্মকার।

একে একে ১৯ বার গিনেস বুকে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কনক কর্মকার। বিশ্বমন্ডলে তুলে ধরেছেন প্রিয় মাতৃভূমির নাম। এবার শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কৃত্রিম ফুল দিয়ে সবচেয়ে বড় বাক্য লিখে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন কনক। তার এই কাজও জায়গা করে নিয়েছে গিনেস বুকে। সেই সাথে বাংলা ভাষাকেও বিশ্বদরবারে তুলে ধরেছেন কনক কর্মকার, জাহিদ হাসান ও ফখরুল ইসলাম।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে তিন যুবকের দারুণ অভিপ্রায়; কাগজের ফুল দিয়ে তারা তৈরি করেছেন বিশ্বের দীর্ঘতম বাক্য। তাদের ইচ্ছে এখন গিনেস বুকের এই সার্টিফিকেট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার।

১৮ থেকে ২১ সাল পর্যন্ত ১৯ বার গিনেস বুকে বাংলাদেশের নাম উঠিয়েছেন কনক। তার মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে করা রেকর্ডটি। এর মধ্য দিয়ে বাংলা ভাষাকেও গিনেস বুকে উঠিয়েছেন তারা।

কনক আন্তর্জাতিক মহলে আরও বেশি তুলে ধরতে চান বাংলাদেশকে। তবে প্রতিবন্ধকতা হয়ে দাড়ায় অর্থ। তাই কনকের মানবিক আকুতি, সরকার তার পাশে দাঁড়াক আর্থিকভাবে, মানবিকভাবে।

Exit mobile version