Site icon Jamuna Television

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ১০ জন আটক

আটককৃতরা বাগেরহাট, ঝালকাঠি এবং পিরোজপুর জেলার বাসিন্দা।

ঝিনাইদহ প্রতিনিধি:

ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ঝিনাইদহের মহেশপুর থানার জুলুলি গ্রাম থেকে ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৫ জন নারী এবং ৫ জন পুরুষ।

৫৮ বিজিবিরি সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আটককৃত ব্যক্তিরা বাগেরহাট, ঝালকাঠি এবং পিরোজপুর জেলার বাসিন্দা। অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করার সময় তাদের আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Exit mobile version