Site icon Jamuna Television

ভারত ও পাকিস্তানে যেমন যাচ্ছে ঈদ

দিল্লি জামে মসজিদে শুধু ইমাম, মোয়াজ্জিনদের নিয়ে হয়েছে জামাত। এএনআইর ছবি।

যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিবেশি ভারত-পাকিস্তানেও ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। ত্যাগের মহিমায় দেয়া হয়েছে পশু কোরবানি। মহামারির কারণে এ বছরও দেশে দেশে ঈদের আয়োজন বেশ সাদামাটা।

প্রতি বছর ভারতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিল্লি জামে মসজিদে। থাকে ধর্মপ্রাণ মুসলমানের ঢল। কিন্তু এ বছর করোনা মহামারির কারণে সাধারণ মুসল্লিদের সুযোগ মেলেনি মসজিদে নামাজ আদায়ের। শুধু ইমাম ও মোয়াজ্জিনদের নিয়ে হয়েছে জামাত।

শুধু এই মসজিদেই নয়, ভারতের কোনো ঈদগাহ বা মসজিদে ঈদ জামাত করার অনুমতি ছিলো না। ঘরে বসেই নামাজ আদায় করেছেন ভারতের মুসলমানরা।

পাকিস্তানের অধিকাংশ জায়গায়ই মানুষ বিধিনিষেধ না মেনে জামাতে ঈদের নামাজ আদায় করেছে। রয়টার্সের ছবি।

তবে বিধিনিষেধের বালাই ছিল না বিশ্বের দ্বিতীয় বৃহৎ মুসলিম দেশ পাকিস্তানে। শারীরিক দূরত্ব মেনে চলার তোয়াক্কা না করে দেশটির বিভিন্ন অঞ্চলে ঈদ জামাতে অংশ নেন হাজারও মানুষ। এমনকি বেশিরভাগের মুখেই ছিলো না মাস্ক।

Exit mobile version