Site icon Jamuna Television

ইঁদুরের হানায় স্পেনের পার্লামেন্টে হুড়োহুড়ি; ভেস্তে গেল অধিবেশন

ইঁদুরের হানায় স্পেনের পার্লামেন্টে হুড়োহুড়ি; ভেস্তে গেল অধিবেশন

ছবি: সংগৃহীত

একটি মাত্র ইঁদুরের হানায় ভেস্তে গেল পার্লামেন্ট অধিবেশন! বুধবার স্পেনের আন্দালুসিয়ায় ঘটে এমন কাণ্ড! আর সেই ভিডিও ভাইরাল হয়েছে দেশটিতে।

দেখা যায়, প্রাদেশিক আদালতে বিশেষ অধিবেশন চলাকালে হঠাৎ ঢুকে পড়ে একটি ইঁদুর। এটি দেখে চিৎকার করে ওঠেন এক আইনপ্রণেতা। আতঙ্ক ছড়ায় অন্যদের মাঝেও। এরপরই শুরু হয় হুড়োহুড়ি। ইঁদুরের সাথে সাথে ছোটাছুটি শুরু করেন আইনপ্রণেতারা। সিট ছেড়ে এদিক ওদিক আশ্রয় নিতে দেখা যায় তাদের। এক কর্মকর্তা অবশ্য সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকৃতিতে স্বাভাবিকের তুলনায় বেশ বড়সড় ছিল ইঁদুরটি। পরবর্তীতে হাস্যরস জন্ম দেয় এই ঘটনা।

এনএনআর/

Exit mobile version