Site icon Jamuna Television

এবারের লকডাউন আগের চেয়ে আরো কঠোর হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

এবারের লকডাউন আগের চেয়ে আরো কঠোর হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আগামীকাল সকাল থেকে আবারও শুরু হচ্ছে লকডাউন। এবারের লকডাউন আগের চেয়ে আরো কঠোর হবে, এমনই জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে ফোনে যমুনা টিভিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, এবারও মাঠে পুলিশের সাথে থাকবে বিজিবি ও সেনাবাহিনী। বন্ধ থাকবে পোশাক কারখানা ও সরকারি-বেসরকারি অফিস।

এছাড়া চলতি মাসে আর পোশাক কারখানা খুলবে না বলেও জানান ফরহাদ হোসেন। বলেন, যারা বাড়ি ফিরে গেছেন তারা বিধিনিষেধ মাথায় নিয়েই গেছেন। তাই ঘরমুখো মানুষ নতুন বিধিনিষেধ মানবেন বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

করোনার চলমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে সতর্ক করেন ফরহাদ হোসেন।

এনএনআর/

Exit mobile version