Site icon Jamuna Television

ভারতে আবারও আন্দোলনের প্রস্ততি নিচ্ছেন কৃষকরা

প্রতিবাদ করতে এসে পুলিশের বাঁধার মুখে ভারতের কৃষক প্রতিনিধিরা।

ভারতে আবারও শুরু হয়েছে কৃষক আন্দোলন। বৃহস্পতিবার দিল্লির যন্তর-মন্তরে প্রতীকী সংসদ শুরু করেছেন আন্দোলনরত কৃষকরা।

মূলত ভারতীয় সংসদে বাদল অধিবেশনকে ঘিরেই প্রতীকী সংসদের আয়োজন করে কৃষকরা। প্রথমে দিল্লি প্রশাসন কৃষকদের অবস্থানের অনুমতি না দিলেও পরে শর্ত সাপেক্ষে অনুমতি বাধ্য হয়। তবে শর্তসাপেক্ষে অনুমতি মেলে মাত্র দুইশ জনের।

সকাল থেকেই দিল্লিতে জড়ো হতে থাকে কৃষকরা। পথে পুলিশি বাঁধার মুখে পড়েন তারা। পরে পরিচয় পত্র যাচাই করে ২০০ জনের অনুমতি মেলে।

অবশ্য এই আয়োজনকে ঘিরে গোটা দিল্লি জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয়েছে। ভারতে বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে চলতি বছরে বিক্ষোভ চলছে গত কয়েক মাস যাবত।

Exit mobile version