Site icon Jamuna Television

অনায়াস জয় পেলো বাংলাদেশ

জিম্বাবুয়ের সাথে জয়ের পর ওপেনার মোহাম্মদ নাইম। ছবি: সংগৃহীত

দুই ওপেনার মোহাম্মদ নাইম ও সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা। জিম্বাবুয়ের দেয়া ১৫৩ রানের জয়ের টার্গেটে দুই ওপেনার শুরু থেকেই চেপে বসে জিম্বাবুয়ের বোলারদের উপর। ৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৫ বলে করা ৫০ রানের ইনিংস খেলে সৌম্য সরকার যখন বিদায় নেন তখন বাংলাদেশের রান ১৩.১ ওভারে ১০২।

ম্যাচটাকে মুঠোয় নিয়ে এসে সৌম্য বিদায় নিলে ভাঙে ওপেনিং জুটি। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আসেন ক্রিজে। ১২ বলে ১৫ রান করার পর রানিং বিটুইন দ্য উইকেটে আরও উন্নতির প্রয়োজনীয়তার প্রকাশ রেখে সাঝঘরে ফেরেন তিনি। মৃদু চাপে পড়ে বাংলাদেশ, তবে নুরুল হাসান সোহান এসে নাইমকে যোগ্য সঙ্গ দিলে ম্যাচের ৭ বল বাকি থাকতেই জয় পায় বাংলাদেশ। ৭টি চারের সাহায্যে ৫১ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলেন ওপেনার মোহাম্মদ নাইম।

এর আগে বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান করে জিম্বাবুয়ে। রেজিস চাকাভা করেন সর্বোচ্চ ৪৪ রান। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজ নেন ৩টি উইকেট।

Exit mobile version