Site icon Jamuna Television

পরাজয়ে অলিম্পিক শুরু আর্জেন্টিনার

অলিম্পিকে আর্জেন্টিনাকে হারিয়ে চমক জাগিয়েছে অস্ট্রেলীয় যুবারা। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সাথে ২-০ গোলে হেরে অলিম্পিক যাত্রা শুরু করলো আর্জেন্টিনা। ২০৩২ সালের অলিম্পিক হোস্ট নির্বাচিত হওয়া অস্ট্রেলিয়ার জন্য আনন্দের আরও উপলক্ষ্য নিয়ে আসলো সাপ্পোরো ডোমে সাড়া জাগানো এ জয়।

গ্রুপ সি এর ম্যাচে ১৪ তম মিনিটে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন এন্ড্রু ওয়েলস। এরপর ফিরে আসার চেষ্টা করলেও খুব বেশী সুযোগ তৈরী করতে পারেনি আর্জেন্টাইন যুবারা। প্রথমার্ধে স্কোরলাইনে আর কোনো পরিবর্তন হয়নি। দ্বিতীয়ার্ধেও গোছানো ফুটবল খেলতে ব্যর্থ ছিল আর্জেন্টিনা। যার সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৮০ মিনিটে গোল করে বসেন মার্কো তিলো। এরপর আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে ।

Exit mobile version