Site icon Jamuna Television

এবছর কতো পশু কোরবানি হয়েছে ঢাকা উত্তরে?

উত্তর সিটি করপোরেশন এলাকায় এবছর তিন লাখ ১১ হাজার ৭৯০ পশু কোরবানি করা হয়েছে। সংগৃহীত ছবি।

এবছর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এবছর তিন লাখ ১১ হাজার ৭৯০ পশু কোরবানি করা হয়েছে। গত বছর যা ছিল আড়াই লাখের মত। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

মেয়র বলেন, ঈদের পর দিন পর্যন্ত ১১ হাজার ৯৩৫ টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। পরিছন্নতা কাজে ৪৯৩ ধরনের যত্রপাতি ব্যবহার করা হয়েছে। বর্জ্য অপসারণে ১১ হাজার ৫০৮ জন পরিছন্নতাকর্মী কাজ করেছে বলে জানান মেয়র। আতিক বলেন, কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনায় জনগণ আগের চেয়ে অনেক বেশি সচেতনতার পরিচয় দিয়েছে।

আগামী বছর হালাল ও আধুনিক পদ্ধতিতে পশু কোরবানির জায়গা তৈরি করা হবে বলেও জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। এছাড়া কোরবানির পশুর বর্জ্য সনাতন পদ্ধতিতে ডাম্পিংয়ের বদলে সম্পদে রূপান্তরের উদ্যোগ গ্রহণের কথা জানান আতিকুল ইসলাম।

Exit mobile version