Site icon Jamuna Television

দ্রুত ধনী হতেই কি পর্ন ব্যবসা শুরু করেছিলেন রাজ কুন্দ্রা?

রাজ কুন্দ্রা। সংগৃহীত ছবি।

পর্ন বানিয়ে প্রচুর টাকা কামিয়েছিলেন রাজ কুন্দ্রা। পুলিশের তদন্ত থেকে এমন তথ্যই উঠে এসেছে। এর আগে শিল্পা শেঠির স্বামী জানিয়েছিলেন, লন্ডনে তার বাবা বাসের কনডাক্টর হিসেবে কাজ করতেন।

রাজ এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি দারিদ্রকে এত বেশি ঘৃণা করেছি যে আমি বড়লোক হতে চেয়েছি। তাহলে দ্রুত ধনী হতেই কি রাজ কুন্দ্রা পর্নের ব্যবসা শুরু করেছিলেন? এমন প্রশ্ন তুলেছে ভারতীয় বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

গ্রেফতার হওয়ার পর তার অতীতের বিভিন্ন সাক্ষাৎকার ও টুইট নতুন করে ঘুরপাক খাচ্ছে ইন্টারনেটে।

রাজ কুন্দ্রা ‘পর্ন বনাম যৌনপেশা’ নিয়ে বক্তব্য রেখেছিলেন। ইন্টারনেটে তার এই ভিডিও নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এছাড়াও কাপিল শর্মার সঙ্গে তার একটি পুরানো সাক্ষাৎকার নিয়েও চলছে আলোচনা সমালোচনা। সেখানে কাপিল শর্মাকে রাজ জানিয়েছিলেন তার বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে।

Exit mobile version