Site icon Jamuna Television

চাঁপাইনবাবগঞ্জে আগুন, ৩০ দোকান ছাই

ফায়ার সার্ভিস ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লাগতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের তাহাবাজার মার্কেটে আগুনে পুড়ে গেছে অন্তত ৩০টি দোকান। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় আগুন লাগে।

আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লাগতে পারে। ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আব্দুর রশিদ জানান, জেলা সদরের দুটি ইউনিটের পাশাপাশি শিবগঞ্জ, গোমস্তাপুর ও রাজশাহীর গোদাগাড়ির আরও ৩টি ইউনিট কাজ শুরু করে। তবে আগুনে ৩০টি দোকান এবং দোকানের মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে মূলত মুদিপণ্য ও কাপর বিক্রি হতো।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ আশ্বস্ত করেছেন, তদন্ত কমিটির মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version