Site icon Jamuna Television

সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে

সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শুক্রবার মধ্যরাতে। ছবি: সংগৃহীত

আজ শুক্রবার (২৩ জুলাই) মধ্যরাতে সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে।

সমুদ্রে মাছ ধরার প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে উপকূলের জেলেরা। শুক্রবার রাত ১২টা থেকেই মাছ ধরার ট্রলার নিয়ে সাগরে ছুটবেন তারা। আগের চেয়ে সাগরে ইলিশ বেশি ধরা পড়বে বলে প্রত্যাশা জেলেদেরে।

এদিকে, আড়তদাররাও মাছ বেচাকেনার প্রস্তুতি নিচ্ছেন। ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকারদের সাথে যোগাযোগ শুরু করেছেন ইলিশ বিক্রির জন্য। তবে কঠোর লকডাউনও ভাবাচ্ছে আড়তদারদের।

উল্লেখ্য, সাগরে সব ধরনের মাছের উৎপাদন বৃদ্ধিতে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।

Exit mobile version