Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকায় সরকারবিরোধী সহিংসতা: সাড়ে ১৩ লাখ ডলারের সম্পদ বিনষ্ট

দক্ষিণ আফ্রিকার চলমান সহিংসতায় ৩৩৭ জনের প্রাণহানি। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে আটকের পর দেশ জুড়ে শুরু হওয়া সহিংসতায় সরকারের হিসাব অনুযায়ী সাড়ে ১৩ লাখ ডলারের সম্পদ বিনষ্ট হয়েছে। প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৭ জনে।

সরকারের বিবৃতি অনুসারে, বিক্ষোভের কেন্দ্রস্থল কোয়াজুলু-নাটাল প্রদেশেই মারা গেছে ২৫৮ জন। প্রতিবেশী গৌতেং প্রদেশে নিহতের সংখ্যা ৭৯। প্রশাসন দাবি করছে, দাঙ্গায় গুরুতর আহতরা চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করায় বেড়েছে প্রাণহানি।

গত সপ্তাহেই লুটপাট-সহিংসতা মোকাবেলায় বিপুল পরিমাণ সেনা সদস্য মোতায়েন করা হয়েছিলো। দেশটিতে বর্ণবাদ বিরোধী আন্দোলনের পর এই প্রথম মতো এত সেনা মাঠে নামে। তাতে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে দাবি সরকারের।

Exit mobile version