Site icon Jamuna Television

কিউবায় নিষেধাজ্ঞা আরোপ জো বাইডেন প্রশাসনের

কিউবায় নিষেধাজ্ঞা আরোপ করলো জো বাইডেন প্রশাসন। ছবি: সংগৃহীত

জো বাইডেন প্রশাসন প্রথমবারের মতো কিউবায় নিষেধাজ্ঞা আরোপ করলো। দ্বীপরাষ্ট্রটির সরকারবিরোধী আন্দোলনের জেরে কালো তালিকাভুক্ত হলো দেশটির শীর্ষ কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২২ জুলাই) মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশ করে বিবৃতি। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বিভাগের মুখ্য কর্মকর্তা ৭৮ বছরের আলভেরো লোপেজ মিয়েরা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনা হলো নিষেধাজ্ঞার আওতায়। কারণ হিসেবে প্রাণঘাতী আন্দোলনের পরও কিউবানদের দাবি পূরণে কার্যকরী উদ্যোগ না থাকাকে উল্লেখ করা হয়েছে। উল্টো ধরপাকড়ে শিকার ৫ শতাধিক মানুষ।

এদিকে, মার্কিন এ সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখান করেছে হাভানা। মিগুয়েল প্রশাসন জানিয়েছে, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। নিয়মিত আগ্রাসনের অংশ হিসেবেই এলো বর্বর নীতিমালা।

গত সপ্তাহ থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিদ্যুৎ এবং অর্থনৈতিক সঙ্কটের জন্য সরকারকে দায়ী করে দেশটিতে আন্দোলন চলছে।

Exit mobile version