Site icon Jamuna Television

দেশে ফিরে মিরাজ জানালেন তার লক্ষ্যের কথা

দেশে ফিরে মিরাজ জানালেন তার লক্ষ্যের কথা।

ইনজুরির কারণে টি-২০ সিরিজের আগেই দেশে ফিরলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সাথে ফিরেছেন মেহেদি মিরাজও।

হাঁটুর ইনজুরি নিয়ে একদিনের সিরিজ শেষ করার পর তামিমের বিশ্রাম নেয়া জরুরি হয়ে দাঁড়ায়। ওয়ানডেতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে দেশে ফিরে তামিম কথা না বললেও মিরাজ জানান তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। জাতীয় দলের হয়ে নিয়মিত পারফর্ম করে বিশ্বকাপের জন্য নিজেদের আরো শক্তিশালী করার কথা জানিয়েছেন মিরাজ।

Exit mobile version