Site icon Jamuna Television

বিধিনিষেধের শুরুর দিনে বাগেরহাটে ট্রাক চাপায় নিহত ৬

বাগেরহাটের ফকিরহাটে অটোরিকশার ৬ আরোহী নিহত। ছবি: সংগৃহীত

কঠোর বিধিনিষেধের শুরুর দিনে বাগেরহাটের ফকিরহাটে ট্রাক চাপায় অটোরিকশার ৬ আরোহী নিহত হয়েছে, আহত হয়েছে একজন।

শুক্রবার (২৩ জুলাই) সকালে গোরতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পণ্য বোঝাই একটি ট্রাক গোপালগঞ্জ থেকে মোংলার দিকে যাচ্ছিল। সেটি গোরতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশা। ঘটনাস্থলেই মারা যায় অটোরিকশার ৬ আরোহী। তারা সকলেই পানবাজার এলাকার পান বিক্রেতা বলে জানা গেছে।

নিহতদের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। তারা হলেন রামপালের আব্দুল হাই এবং ফকিরহাটে উৎপল রাহা ও নয়ন দত্ত। ঘাতক চালক ওসমান গণিকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ট্রাকও। মরদেহগুলো ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।

Exit mobile version